• NEWS PORTAL

  • সোমবার, ১৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সমাজ উন্নয়নের দিকে কোনো খেয়াল ছিলো না আ. লীগের: রাকিবুল ইসলাম বকুল

প্রকাশিত: ১৭:২৪, ১৮ মে ২০২৫

আপডেট: ১৭:২৫, ১৮ মে ২০২৫

ফন্ট সাইজ
সমাজ উন্নয়নের দিকে কোনো খেয়াল ছিলো না আ. লীগের: রাকিবুল ইসলাম বকুল

ছবি: কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করছেন রাকিবুল ইসলাম বকুল

বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল বলেছেন, আওয়ামী লীগ সরকার লুটপাটে এতোটাই ব্যস্ত ছিলো যে সমাজ উন্নয়নের দিকে কোনো খেয়াল ছিলো না। ক্ষমতায় থাকতে ভোট লাগেনি বলেই কোন জবাবদিহি ছিলো না সাধারণ মানুষের কাছে। 

তিনি বলেন, খুলনাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ বাস্তবায়ন করছে বিএনপি। রবিবার (১৮ মে) দুপুরে খুলনা মহানগরীর খালিশপুরে সাড়ে পাঁচ একর জমিতে গড়ে ওঠা ঝিলপুকুরের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, মজা পুকুর পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যক্তিগত উদ্যোগে করে দেওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবেন। পরিষ্কার করার পর পুকুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2