কোনো সন্ত্রাসীকে বিএনপিতে আশ্রয় দেওয়া হবে না: রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দলের দুর্নীতিগ্রস্ত, সহিংসতা সৃষ্টিকারী নেতাকর্মীদের বিষয়ে আপসহীন বিএনপি।’ শুক্রবার (৪ জুলাই) বিকালে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সম্প্রতি ঢাকা, কুমিল্লা, কুড়িগ্রামসহ বেশ কয়েকটি জেলার নেতা কর্মীদের বিভিন্ন জনবিরোধী কর্মকান্ডের ফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, দলের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোন কাজ দলের কোন নেতাকর্মীরা করলে তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। এ বিষয় বিএনপি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানান রিজভী।
কোন ধরনে সন্ত্রাসীকে তার দল আশ্রয়-প্রশ্রয় দিবে না বলেও জানান বিএনপির এই নেতা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: