• NEWS PORTAL

  • শনিবার, ২৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দেশ একটি অদক্ষ সরকারের পাল্লায় পড়েছে: ড. আসাদুজ্জামান রিপন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৬, ২৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
দেশ একটি অদক্ষ সরকারের পাল্লায় পড়েছে: ড. আসাদুজ্জামান রিপন

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘একটা অদক্ষ সরকার দিয়ে দীর্ঘ সময় দেশ চলতে পারে না। দেশ এখন একটি অদক্ষ সরকারের পাল্লায় পরেছে। প্রফেসর ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদে এমনও অনেক উপদেষ্টা আছেন তারা সঠিক কাজ করতে পারছে না।’

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় লৌহজং উপজেলার উত্তর জসলদিয়া কবুতর খোলা মাঠে জুলাই শহীদদের আত্মার মাগফিরাতে দোয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তির প্রতিবাদে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান রিপন আরও বলেন, গত কয়েকদিন আগে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা ঘটেছে। সেখানে আমাদের অনেক শিশু প্রাণ হারিয়েছে। এই ঘটনার মধ্যে সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে দেখতে পেলাম না। তিনি কোথায় আছেন? এই উপদেষ্টা পরিষদ ঠিক মত কাজ করতে পারছে কিনা সেটা দেখার কিন্তু কোনো ধরনের আওয়াজ সরকারের কাছ থেকে পাচ্ছি না। ড. ইউনূসের দায়িত্ব হচ্ছে উপদেষ্টা পরিষদের রদবদল করা। যারা অদক্ষ/অপদার্থ আছেন তাদেরকে বিদায় দেওয়া। আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করতে একটা দক্ষ সরকার লাগবে, একটা দক্ষ প্রশাসন লাগবে। এই সরকারে দক্ষ লোকজন এবং প্রশাসনের অভাব রয়েছে।

জুলাই শহীদদের প্রতি সম্মান ও স্বীকৃতি প্রসঙ্গে তিনি বলেন, জুলাই শহীদদের সরকার যথাযথ সম্মান করতে ব্যর্থ হয়েছে। এক বছর অতিবাহিত হতে চলছে। এখনো প্রকৃত শহীদদের তালিকা প্রণয়নের কাজে সরকার বিলম্ব করছে। দ্রুত সময়ের মধ্যে শহীদসহ হতাহত সকল জুলাই বীরদের তালিকা প্রকাশ ও যথাযথ সম্মান নিশ্চিত করার দাবি জানান তিনি।

তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির বিষয়ে আসাদুজ্জামান রিপন বলেন, যারা নির্বাচন পিছিয়ে অপশক্তিকে মদদ যোগাচ্ছেন, তারাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করছেন। বিএনপি ও তারেক রহমানকে বিতর্কিত করার অপচেষ্টায় নিয়োজিত অপশক্তির পরিচয় এখন উন্মোচিত। তারেক রহমান এই সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচন পর্যন্ত পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। সে মোতাবেক সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন তিনি। অথচ, এই সরকারের মদদ নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে কুচক্রী মহল একের পর এক অপপ্রচার ও কটুক্তি করে যাচ্ছে।

লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক রনি মৃধা, লৌহজং উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোশারফ হোসেনসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতা-কর্মী। দোয়া মাহফিলে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2