• NEWS PORTAL

  • শনিবার, ২৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘জুলাই অভ‍্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আ. লীগের পরিণতি ভোগ করতে হবে’

প্রকাশিত: ২১:০৫, ২৫ জুলাই ২০২৫

আপডেট: ২১:০৮, ২৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
‘জুলাই অভ‍্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আ. লীগের পরিণতি ভোগ করতে হবে’

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাথে বিশ্বাসঘাতকতার পরিণাম কি হয়েছে, তা শেখ মুজিব জীবন দিয়ে উপলব্ধি করেছেন। কিন্তু, সেই উপলব্ধি থেকে তার কন্যা শিক্ষা নেন নাই। জুলাই অভ‍্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আমরা যে যত বড় অবদানই রাখি না কেন, তাদেরকেও ভবিষ্যতে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে।’

শুক্রবার (২৫ জুলাই) বিকাল ৫ টায় চট্টগ্রাম জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এবি (আমার বাংলা) পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রামে এবি পার্টির জুলাই অভ‍্যুত্থান উদযাপন উপলক্ষে এই সভা আয়োজন করা হয়।

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, জুলাই কোনো একক ব্যক্তির, একক রাজনৈতিক দলের ইশারায় সংগঠিত হয়নি। সংখ্যার বাহাদুরি দিয়ে গণঅভ্যুত্থান হয় না, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান তার একটি প্রমাণ। শহীদ আবু সাঈদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এক আবু সাঈদ সকল রাজনৈতিক দলের চেয়ে বড়। 

এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর সদস্যসচিব এডভোকেট সৈয়দ আবুল কাশেম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে: কর্নেল মোঃ দিদারুল আলম (অবঃ), এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরী, শহীদুল ইসলাম বাবুল, চট্টগ্রাম যুব পার্টির সমন্বয়ক আব্দুর রহমান মনির, সহ-সমন্বয়ক মোহাম্মদ জাবেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান নূর, হাটহাজারী উপজেলার আহ্বায়ক বোরহান উদ্দিন, হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ চৌধুরী, সঞ্জিব চৌধুরী প্রমুখ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2