• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নীলা ইস্রাফিলের পদত্যাগ নিয়ে যা বললেন আখতার

প্রকাশিত: ২০:১১, ২৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
নীলা ইস্রাফিলের পদত্যাগ নিয়ে যা বললেন আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল দল থেকে পদত্যাগের ঘোষণা। সোমবার (২৮ জুলাই) নিজের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান। তার এ পদত্যাগকে কেন্দ্র করে কথা বলেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

নীলা ইস্রাফিল এনসিপির কেউ না বলে জানালেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘নীলা এনসিপির কেউ নয়। তবে সে নাগরিক কমিটিতে ছিল। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। তার কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে এনসিপিতে যুক্ত করা হয়নি।’

এর আগে নীলা ইস্রাফিল ফেসবুকে লিখেছেন, আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। এনসিপি (NCP) একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্তার পরেও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয়, সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।

আলোচিত এই নেত্রী লিখেছেন, একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা যে ব্যক্তিটি করেছে, তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, বরং সে দলীয় ছত্রচ্ছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায়বিচারের প্রতিনিধিত্ব করে না।

পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির (NCP) সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি reject করলাম। 

সবশেষে নীলা লিখেছেন, আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপোষহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত‍্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2