‘ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের ওপর জুলুম-অত্যাচার করেছে’

ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের ওপর নানান জুলুম, অত্যাচার করেছে, অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতারা। টাঙ্গাইলে সমাবেশে এ অভিযোগ করেন তারা।
বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের শামসুল হক তোরণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে নিরালামোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশ করেন তারা। এসময় বক্তারা, মাওলানা ভাসানীর জীবনচিত্র তুলে ধরেন ও তাঁর পথ অনুসরন করেই দেশকে এগিয়ে নেওয়াসহ একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের যে ভূমিকা ছিলো, আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণেও তাদের সেই ভূমিকা থাকবে।
এর আগে সোমবার (২৮ জুলাই) রাতে সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা জানিয়েছেন এনসিপি নেতারা। পরে তারা ভাসানী দরবার হলে কৃষকদের সঙ্গে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানীসহ অন্যরা।
বিভি/এসজি
মন্তব্য করুন: