• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার শক্তি অপপ্রচারকারীদের নেই’

প্রকাশিত: ১৯:৩১, ২ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:৩২, ২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
‘তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার শক্তি অপপ্রচারকারীদের নেই’

ছবি: মীর হেলাল

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, তারেক রহমান এমন এক আদর্শিক নেতা যার চিন্তা চেতনায়, মনও মননে শুধু বাংলাদেশ। তার মতো একজন জাতীয়তাবাদী দেশপ্রেমিক আদর্শিক নেতৃত্বকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার শক্তি অপপ্রচারকারীদের নেই। 

শনিবার (২ আগস্ট) বিকালে হাটহাজারীস্থ ফতেহপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন। 

কেন্দ্র ঘোষিত সদস্য ফরম পুরণ ও নবায়ন কর্মসূচি পালন উপলক্ষে হাটহাজারী উপজেলাধীন, ১১ নং ফতেহপুর ইউনিয়ন ১২ নং  চিকনদন্ডি ইউনিয়ন ও ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড  বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

ব্যারিস্টার হেলাল বলেন, একটি গোষ্ঠী নানা অজুহাতে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখতে চায়।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযুক্ত করার মধ্য দিয়ে সংখ্যাগরিস্ট মানুষের ধর্মীয় বিশ্বাসের মুল্য দিয়েছেন। বাংলাদেশের সকল ধর্ম বর্ণ ও সম্প্রদায়ের মানুষ বিএনপির হাতে নিরাপদ। শহীদ জিয়ার নীতি আদর্শ অনুসরণ করে আগামীদিনের তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গে পরিণত হবে। 

তিনি আগামী নির্বাচনে দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী  দলের প্রার্থীকে ধানের শীষে  বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

 ১১ নং ফতেহপুর  ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা সাইফুল আলম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ। 

ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মিন্টু চিকনদন্ডি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইশা শফি ও  ১নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকশাহজাহান চৌধুরী মঞ্জুর যৌথ সঞ্চালনায়  সমাবেশ বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান  প্রফেসর ড. আল ফোরকান উত্তর জেলা বিএনপি’র সাবেক সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, জেলা বিএনপি’র সাবেক সদস্য  ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উত্তর জেলা সাবেক সদস্য  ডাক্তার রফিকুল আলম বিএনপিনেতা আইয়ুব খান  পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, উত্তর জেলা যুবদলের যুগ্ম  সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল  জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি,  শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, ১ নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ইউস বিএনপি নেতা আবুল হাশেম, জামাল সাত্তার জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা বেগম,  জেলা কৃষক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক  আনোয়ার হোসেন উজ্জ্বল উপজেলা যুবদলের আহবায়ক ফখরুল হাসান সদস্য সচিব নুরুল কবির, ইউনিয়ন বিএনপি সভাপতি নিজাম উদ্দিন হাকিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইমরান চৌধুরী, পৌরসভার সভাপতি ইলিয়াস মেহেদী সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির মেম্বার  সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম, ইউনিয়ন বিএনপি সভাপতি  ইউনিয়ন বিএনপির, বক্তব্য রাখেন। 

সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলাল  তিন ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিক ভাবে নুতন সদস্য ফরম ও নবায়ন ফরম তুলে দেন। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন স্থানীয় সর্বস্তরের সর্বস্তরের জনগণের মাঝে সদস্য ফরম বিতরণ ও পূরণের মধ্য দিয়ে উক্ত তিন ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী হবে।

বিভি/এআই

মন্তব্য করুন: