• NEWS PORTAL

  • শনিবার, ০৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘আওয়ামী লীগকে বাংলাদেশে নয়, কলকাতায় নির্বাচন করতে হবে’

প্রকাশিত: ১৪:৩৪, ৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
‘আওয়ামী লীগকে বাংলাদেশে নয়, কলকাতায় নির্বাচন করতে হবে’

আওয়ামী লীগকে বাংলাদেশে নয়, কলকাতায় নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, জনগণের ক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে তারা কলকাতায় অফিস খুলেছে।

শনিবার (৯ আগস্ট) রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, রাজনৈতিক দলগুলো ঐকমত্যের মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠনের যে সিদ্ধান্ত নিয়েছে তা ইতিবাচক। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান গুরুত্বপূর্ণ।

মজিবুর রহমান মঞ্জু বলেন, রাজনৈতিক দলকে লালকার্ড দেখানোর ক্ষমতা না থাকলে এই কমিশন দিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সম্ভব নয়। নির্বাচন সুষ্ঠু না হলে ভয়াবহ সঙ্কটের দিকে যেতে হবে।

তিনি বলেন, জুলাই সনদে সই না করলে গণ-অভ্যুত্থানের কিছু অর্জনের স্বীকৃতি মিলবে না। পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, চলমান ব্যবস্থা ব্যর্থ হয়েছে। কিন্তু, পিআর পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ ভোট না পেলে সংসদ ঝুলে যেতে পারে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2