• NEWS PORTAL

  • শনিবার, ০৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নিপরীক্ষা: মেজর হাফিজ

খুলনা ব্যুরো

প্রকাশিত: ১৫:২৬, ৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নিপরীক্ষা: মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নিপরীক্ষা। এই নির্বাচনে বিএনপি হয়তো জয়লাভ করবে। আওয়ামী লীগ গত ১৫ বছরে যা করেছে বিএনপি ক্ষমতায় গিয়ে তা করলেন ১৫ দিনও টিকবে না।

মেজর হাফিজ উদ্দিন বলেন, আল্লাহ ছেড়ে দেন, ছাড় দেন না। জুলাই-আগস্টে আল্লাহর গজব পড়েছিল আওয়ামী লীগের ওপর।

‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শনিবার (৯ আগস্ট) সকালে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ও মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা মহানগর কমিটির সভাপতি শেখ আলমগীর হোসেন।

বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও জেলা কমিটির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। সভায় খুলনা জেলা ও মহানগরীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2