• NEWS PORTAL

  • রবিবার, ১০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দেশবাসীর কাছে ক্ষমা চাইলো জাতীয় পার্টির বহিষ্কৃতদের একাংশ

প্রকাশিত: ২১:১৭, ৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
দেশবাসীর কাছে ক্ষমা চাইলো জাতীয় পার্টির বহিষ্কৃতদের একাংশ

আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ ও রুহুল আমিন হাওলাদার।

দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির বহিস্কৃত ও দলছুট নেতারা। জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে তাদের নবগঠিত কমিটিতে একজন নেতা হিসেবে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন তারা। বলেছেন, গঠনতন্ত্রের ২০ এর "ক" ধারার মত অসংবিধানিক কালো আইন বাতিল করে দলকে ঐক্যবদ্ধ করে আসন্ন নির্বাচনে তারা অংশ নিতে চান। 

জাতীয় পার্টির বহিষ্কৃত নেতাদের একাংশের আয়োজিত দশম জাতীয় সম্মেলন। শনিবার রাজধানীর গুলশানে ইমানুয়েল কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে যোগদেন বহিষ্কৃত নেতাদের পাশাপাশি দলছুট নেতারাও। সেখানে ছিলেন জাতীয় পার্টির বহিষ্কৃত ও দলছুট নেতাদের ঐক্যের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জু, ও কাজী ফিরোজ রশিদ।

বক্তব্যে নেতারা জানান, উত্তরাধিকার সূত্রে জাতীয় পার্টি তাদের গঠনতন্ত্রে ২০ ক ধারার মত অসংবিধানিক কালো আইন বহন করছে। যা দলকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে বার বার। গণতন্ত্রের ধারাবাহিকতা রাখতেই দেশের রাজনীতিতে জাতীয় পার্টির আবির্ভাব হয়েছিলো উল্লেখ করে, ৯০ পরবর্তী সময়ে জাতীয় পার্টি ছাড়া কেউ সরকার গঠন করতে পারেনি বলেও এ সময় মন্তব্য করেন দলছুট নেতারা। 

বহিষ্কৃত নেতাদের আয়োজিত দশম জাতীয় কাউন্সিলে সারাদেশ থেকে আগত প্রায় দুই হাজার কাউন্সিলরদের কণ্ঠভোটে আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের নাম ঘোষণা করা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2