• NEWS PORTAL

  • সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জামায়াতে ইসলামী কারও তেলা মাথায় তেল দেবে না: ডা. শফিকুর রহমান 

প্রকাশিত: ১৪:৩৬, ৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জামায়াতে ইসলামী কারও তেলা মাথায় তেল দেবে না: ডা. শফিকুর রহমান 

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী কারও তেলা মাথায় তেল দেবে না বলে মন্তব্য করেছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত শুধু দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনে এসব কথা বলেন তিনি। 

দেশে চিকিৎসার বিষয়ে ডাক্তার শফিকুর রহামন বলেন, তিনি দেশেই অপারেশন করেছেন, যারা হাঁচি-কাশি হলেই বিদেশে যান এটা তাদের জন্য এক ধরণের প্রতিবাদ। ডা. শফিকুর রহমান বলেন, মানবিক, দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে জামায়াতে ইসলামী। ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে প্রধান লক্ষ্য। জামায়াতের কোনো সংসদ সদস্য অতিরিক্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে না বলেও জানান তিনি। ভয় ও শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে পাশে থাকার আহ্বানও জানান তিনি। 

বিভি/এসজি

মন্তব্য করুন: