• NEWS PORTAL

  • শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

সহনশীল ও ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে গতিশীল করতে হবে: দুলু       

প্রকাশিত: ১৩:৫৫, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৩:৫৮, ২০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সহনশীল ও ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে গতিশীল করতে হবে: দুলু       

ছবি: অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বিএনপি কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী দিনে যদি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যায়, আপনাদের সাথে আলোচনা করে, তৃণমূল নেতাকর্মীদের সাথে আলোচনা করে সকল সিদ্ধান্ত গ্রহণ করবো। তাই সকলকে সহনশীল হয়ে, ঐক্যবদ্ধ হয়ে এই বিএনপিকে গতিশীল করতে হবে।’

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি আয়েজিত ‘নাটোরে সমসাময়িক রাজনৈতিক ভাবনা ও করণীয়’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় নাটোর সদর আসনের তৃনমূলের নেতাকর্মীদের সাথে দলকে গতিশীল করতে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ জেলার নেতারা।

দুলু বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের একমাত্র ব্যতিক্রমধর্মী জেলা হচ্ছে নাটোর। যে জেলায় এতো অত্যাচার করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা নিজে এই আওয়ামী লীগকে পেট্রোনাইস করেছে যে নাটোরের বিএনপিকে নিশ্চিহ্ন করতে হবে। শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে নাটোরের মাটি থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। আমি আপনাদের কাছে বলতে চাই। এতো নিপীড়ন, নির্যাতন ও অত্যাচার এর মধ্যে দিয়ে নাটোরের বিএনপিকে আপনারা বুকে ধারণ করে বাঁচিয়ে রেখেছেন। আপনাদের ঋণ আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু রক্ত দিয়ে শোধ করতে পারবো না।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম খান, নাসিম উদ্দিন নাসিম,নাটোর পৌর সভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, সাবেক কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বুলবুল ইসলাম,নলডাঙ্গা উপজেলা সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন সহ তৃনমূলনেতা কর্মীরা।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2