• NEWS PORTAL

  • শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে: নাহিদ ইসলাম

প্রকাশিত: ১৪:০৯, ২০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

জুলাই পদযাত্রার পর এবার দেশের প্রতিটি উপজেলায় যাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, অক্টোবরেই দেশের প্রতিটি জেলা- উপজেলায় আহ্বায়ক কমিটি হবে এনসিপির। তারা এনসিপির ২৪ দফা ইশতেহার উপজেলা পর্যায়ে মানুষের দুয়ারে পৌঁছে দেবেন উঠান বৈঠক নামের কর্মসূচির মধ্যদিয়ে। 

তিনি বলেন, এনসিপির খুব শিগগিরই নিবন্ধিত দল হচ্ছে এবং প্রতীক হিসেবে শাপলাই পাচ্ছে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা জানান নাহিদ ইসলাম।

এনসিপির আহ্বায়ক বলেন, এনসিপি হারিয়ে যায়নি বরং দ্বিগুণ গতিতে এগিয়ে যাচ্ছে।

আমরা নিবন্ধন পেতে যাচ্ছি উল্লেখ করে তিনি বলেন, শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে কোনো যথাযথ যুক্তি নির্বাচন কমিশন দিতে পারেনি। আমরা আশা করছি শাপলা প্রতীক পাবো।

তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই। নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে পিআর চায় জাতীয় নাগরিক পার্টি। তাই জামায়াতে ইসলামীসহ যে কয়টি দল যুগপৎ আন্দোলন করছে, তাদের সঙ্গে আমরা নেই।

এছাড়াও বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে জোট নয়, এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে বলেও জানান তিনি।  

এসময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, জোট ও গণপরিষদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা আমাদের বলেছেন, আওয়ামী দোসররা এখনও ঘুরে বেড়াচ্ছে। তাই তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2