• NEWS PORTAL

  • শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

পিআর নিয়ে বিতর্ক থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন করা দরকার: মান্না

প্রকাশিত: ১৪:৪২, ২০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পিআর নিয়ে বিতর্ক থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন করা দরকার: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, তিন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে ঐকমত্য তৈরি হবে, এমনটি বলার সুযোগ নেই।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বিএফডিসিতে অনুষ্ঠিত আগামী জাতীয় নির্বাচনে ছাত্র সংসদের নির্বাচনের প্রভাব নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার মতো তেমন কোনো প্রভাব ফেলবে না।

তিনি বলেন, পিআর নিয়ে বিতর্ক থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন করা দরকার। বিষয়টি নিয়ে বিএনপি ও জামায়াত দু'পক্ষের সাথেই আলোচনার সুযোগ রয়েছে।

নাগরকি ঐক্যের সভাপতি বলেন, নির্বাচনের আরও পাঁচ মাস বাকি আছে। তাই, ভোটে অনেক ফ্যাক্টর হতে পারে, আবার নাও হতে পারে। দেশের মানুস চায় সামগ্রিক রাজনীতির একটা পরিবর্তন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে- সেটি নির্ভর করে এলাকাভেদে। এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য শিক্ষা হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2