বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, সংগ্রাম করে এতোদূর এসেছে: মির্জা ফখরুল

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, লড়াই সংগ্রাম করে এতোদূর এসেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে মহাসচিব এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নতুন জন্ম নেওয়া ও ৭১ এর মুক্তিযুদ্ধে ভিন্ন অবস্থান নেওয়া রাজনৈতিক দলও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা জানে না অতীতেও এ ধরণের ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে।
বিএনপির বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে তারাই নিশ্চিহ্ন হয়েছে দাবি করে তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পাওয়ার সুযোগ এসেছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: