‘কয়েকটি দল জুলাই সনদে স্বাক্ষর না করলেও নির্বাচনে প্রভাব পড়বে না’

ছবি: সংগৃহীত
জুলাই সনদে কয়েকটি দল স্বাক্ষর না করায় জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বলেন, গণতন্ত্রে সবাই এক মত হবে বিষয়টা এমন নয়। ভিন্ন মতের সুযোগ আছে।
শনিবার (১৮ অক্টোবর) জিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমনটা জানান সালাহউদ্দিন আহমেদ। বলেন, এনসিপিসহ চারটি বাম দল জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারে নাই। স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে, আশা করি ভবিষ্যতে তারা স্বাক্ষর করবেন।
এদিকে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে জুলাই যোদ্ধাদের ব্যানারে সন্ত্রাসীরা সুযোগ বুঝে ঝামেলা করেছে বলে অভিযোগ করেন সালাহউদ্দিন। বলেন, জুলাই যোদ্ধা নামধারী ফ্যাসিস্টরা হামলা চালিয়েছে, সেখানে কোনো ছাত্র ছিলো না।
বিভি/এসজি
মন্তব্য করুন: