যদি জায়গা খালি না থাকে সেখানে আমার পোস্টার লাগাবেন না: মামুন খান

কোনো এলাকায় অন্য কারো পোস্টার লাগানো থাকে বা সেখানে যদি জায়গা খালি না থাকে তাহলে সেখানে আমার পোস্টার লাগাবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি নেতা এ আর মামুন খান।
মঙ্গলবার (২১ অক্টোবর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করেছেন, সেটার ক্যাপশনে তিনি লিখেছেন, আমাকে যারা ভালোবাসেন সবার উদ্দেশ্যে বলছি আমি এইরকম ভালোবাসা চাই না, যদি অন্য কাউকে অসম্মান করে আমাকে ভালোবাসা দিতে চান সেই ভালোবাসা আমার লাগবে না।
এরপর তিনি আরও লিখেছেন, যদি কোনো এলাকায় অন্য কারো পোস্টার লাগানো থাকে সেখানে যদি জায়গা খালি না থাকে তাহলে সেখানে আমার পোস্টার লাগাবেন না। মানুষের মনে কষ্ট দিয়ে কোন কাজ করতে চাই না।
পিরোজপুর-৩ আসনের মঠবাড়িয়া উপজেলায় ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কাজে আত্মনিয়োগ করেছেন তিনি। সম্প্রতি উপজেলায় এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হওয়া প্রতিটা শিক্ষার্থীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিভি/এজেড
মন্তব্য করুন: