• NEWS PORTAL

  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয় জানালেন মির্জা ফখরুল

প্রকাশিত: ২০:৩৪, ২১ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:৪২, ২১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয় জানালেন মির্জা ফখরুল

সরকারকে পুলিশ প্রশাসন, বিচার বিভাগে ফ্যাসিস্টদের দোসরদের সরিয়ে নিরপেক্ষদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় যায়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব বলেন তিনি। 

তিনি বলেন, সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে নির্বাচনের আগে সরকারে থাকা কোনো দলীয় লোক থাকলে তাদেরকেও অপসারণ করতে হবে। 

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। যেহেতু আগামীতে নির্বাচন সেজন্যে তাদের তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করতে হবে। এটা কীভাবে হবে, সেটি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

তিনি ফ্যাসিস্টদের দোসরদের ইঙ্গিত করে বলেন, প্রশাসনে যারা আছেন, তাদের অনেকেই পুরনো সরকারের আনুগত্য পোষণ করেন, তাদের সরাতে হবে। যাতে নির্বাচনের পরিবেশ আরও সুষ্ঠু হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2