বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেলেন হুমায়ুন কবির
ছবি: হুমায়ুন কবির
বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বুধবার (২২ অক্টোবর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তিনি এই দায়িত্বে থেকে দলটির আন্তর্জাতিক বিষয়কগুলো দেখভাল করবেন।
এতে বলা হয়, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি’র যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে অবগত করা হলো।’
হুমায়ুন কবির লন্ডনে স্থানীয় রাজনীতি ছেড়ে বিএনপিতে সক্রিয় হন। এরপর তিনি হয়ে উঠেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের অন্যতম সহযোগী।
হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে যুগ্ম মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে পদায়ন করার মধ্যদিয়ে বিএনপি আন্তর্জাতিক অঙ্গনে তাদের কার্যক্রম আরও জোরদার করতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দীর্ঘদিন ধরে হুমায়ুন কবির আন্তর্জাতিক পরিমন্ডলে বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী নির্বাচনে সিলেট-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে তার।
সাবেক তিন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস্ট, বরিস জনসন ও ঋষি সুনাকের অফিসে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। যুক্তরাজ্যের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিএ অনার্স ডিগ্রী অর্জনের পর তিন বিষয়ে মাস্টার্স করেন তিনি। তার মধ্যে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে রাজনীতিতে এমএসসি, বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব কেমব্রিজ থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স এবং লিডস ল স্কুল থেকে আইনে এলএলএম ডিগ্রী অজন করেন তুখোর মেধাবি হুমায়ুন কবির।
উল্লেখ্য, বর্ণাঢ্য শিক্ষা জীবন শেষে লন্ডনের মেয়র অফিসে স্ট্রাটেজিক এসিট্যান্ট হিসেবে পেশাগত জীবন শুরু করেন। পরে লুইশামের এক্সিকিউটিভ মেয়রের ক্যাবিনেট এক্সিকিউটিভ উপদেষ্টা, বিদেশ বিষয়ক প্রধান-জেডটিএল, প্রাক্তন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ব্যক্তিগত অফিসের ক্যাবিনেট কমিটির ম্যানেজার, যুক্তরাজ্যের ক্যাবিনেট অফিসে মন্ত্রীর প্রোগ্রাম ম্যানেজার, ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসের অফিসিয়াল মুখপাত্রের সহকারী ও বিশেষ উপদেষ্টাদের ব্যক্তিগত সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন হুমায়ুন কবির।
বিভি/এসজি




মন্তব্য করুন: