• NEWS PORTAL

  • শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে হবে: আমীর খসরু

প্রকাশিত: ১৬:২৬, ২২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে হবে: আমীর খসরু

ছবি: আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে হবে, না হয় অশুভ শক্তিগুলোর আবির্ভাব হবে। ধোঁয়াশা রেখে নির্বাচন পরিচালনা সম্ভব হবে না। বুধবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ। 

সরকারকে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের ভুমিকায় অবতীর্ণ হতে হবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নয়, জনগণের কাছে যেতে আন্দোলনরত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জনগণ ম্যান্ডেট দিলে সংসদে গিয়ে সব দাবি পাস করানো যাবে।

সরকারকে সংবিধানে উল্লেখিত বৈশিষ্ট্যে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। একইসঙ্গে সরকারের ভেতর থাকা বির্তকিত সবাইকে সরিয়ে দেয়ারও আহ্বান জানান আমীর খসরু। নির্বাচনের আগে সরকারের গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না বলেও মনে করেন বিএনপির এ নেতা।
 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2