গাজীপুর স্বেচ্ছাসেবক দলের নেতা হালিম মোল্লার বহিষ্কারাদেশ প্রত্যাহার
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হালিম মোল্লার আবেদনের প্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হালিম মোল্লা। আগামীতে দলের প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন বলেও জানান তিনি।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: