নয়াপল্টনে যুবলীগ-আওয়ামী লীগ মহড়া দিতে এসে নিজেরাই আহত

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংর্ঘষের ঘটনায় যোগ দিয়েছেন মতিঝিল এলাকার স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগসহ তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার (৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে নয়াপল্টন এলাকায় পুলিশ-বিএনপি’র সংঘর্ষের পর ৪টার দিকে পুলিশের সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এই সময় বিএনপির কর্মীদের ছোঁড়া ইট-পাটকেলের আঘাতে বেশ কয়েকজন যুবলীগকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তারা।
এই রির্পোট লেখা পর্যান্ত (বিকাল ৫টা) নয়াপল্টনে পুলিশ পাহারায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জয় বাংলা স্লোগানে মহড়া দিচ্ছে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে।
এদিকে, এই ঘটনায় সাংবাদিক-পুলিশ ও বিএনপির বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১০ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে গুলিবিদ্ধ একজনের মৃত্যু হয়েছে।
বিকাল সোয়া ৪টার দিকে বিএনপির কয়েকজন নেতা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। তাদের একজন জানিয়েছেন, নিহত মকবুল বিএনপির কর্মী কি না, তা এখনও জানা যায়নি।
এর আগে বিকাল ৩টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়।
আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিএনপি পল্টনে দলের কার্যালয়ের সামনে এ সমাবেশ করতে চায়। অন্যদিকে সরকার পল্টনে সমাবেশ করতে দিতে নারাজ। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে এ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানে সমাবেশ করতে নারাজ বিএনপি।
বিভি/এসএইচ/টিটি
মন্তব্য করুন: