• NEWS PORTAL

  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ রাঙামাটির প্রস্তুতি সভা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৫, ১৮ জুলাই ২০২৫

আপডেট: ১৭:০৬, ১৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ রাঙামাটির প্রস্তুতি সভা

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ রাঙামাটি জেলা নবগঠিত কমিটির পরিচিত সভা ও আসন্ন শ্রী শ্রী ভগবান শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য দয়াল দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মিলন শর্মা।

বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চন্দন মহাজন, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট রাঙ্গামাটির আহবায়ক নন্দিতা দাস, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ রাঙ্গামাটি জেলা কমিটির সহ সভাপতি আশীষ দাশ, সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মিলন শর্মা বলেন, পার্বত্য রাঙ্গামাটি জেলার সনাতনীরা খুবই সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ। এই ঐক্যযাতে কেউ ভাঙ্গতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, আমরা সনাতনীদের বিরুদ্ধে যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করবো। আমাদের সনাতনী ভাইদের অধিকার আদায়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, এবারের রথযাত্রায় আমরা কাউকে অতিথি করিনি। সাধুসন্তদের নিয়ে অনুষ্ঠান করেছি। আগামীতে কারো ভোট ব্যাংক হয়ে আমরা কাজ করবো না। আমরা আমাদের অধিকার আদায়ে সব সময় সরব থাকবো। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2