মসজিদ কমিটি হবে স্থানীয় মুসল্লিদের নিয়ে: ধর্ম উপদেষ্টা

দেশের সকল মসজিদের কমিটি স্থানীয় মুসল্লিদের নিয়ে গঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মসজিদের উন্নয়ন, ইমাম-খতিব-খাদেম নিয়োগ, স্থায়ীকরণ, অপসারণ ইত্যাদি ব্যাপারে কোনো ধরনের বিরোধ দেখা দিলে সংক্ষুদ্ধ ব্যক্তির আবেদনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যকর ভূমিকা পালন করবেন বলেও জানান তিনি।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে খুলনায় বিভাগীয় ইমাম সম্মেলনে এ কথা বলেন ধর্ম উপদেষ্টা।
তিনি বলেন, মসজিদে ইমাম নিয়োগ ও বরখাস্ত নীতিমালা অনুযায়ী করতে হবে। এমন বিধান রেখে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা করা হচ্ছে। আগামী একমাসের মধ্যে গেজেট আকারে তা প্রকাশ করা হবে।
ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদের কাজে নিয়োজিতদের ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। মসজিদের ফান্ডে যথেষ্ট টাকা থাকার পরও ইমামসহ অন্যান্যদের কম বেতন দেওয়ার বিষয়টি মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশনে শৃঙ্খলা ফিরেছে। সবকিছু জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। মসজিদে সন্ত্রাস, মাদক, নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কুফল নিয়ে আলোচনা করতে হবে। পাশাপাশি হালাল জীবিকার ওপর জোড় দিতে হবে।
বিভি/টিটি
মন্তব্য করুন: