• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সু-সন্তান লাভের জন্য দম্পতিরা যে দোয়া পড়বেন

প্রকাশিত: ২০:০৬, ১৬ জুলাই ২০২২

আপডেট: ২১:৫৫, ৫ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
সু-সন্তান লাভের জন্য দম্পতিরা যে দোয়া পড়বেন

প্রতিটা কর্মেই ধর্মীয় বিধান পালনের নিয়ম আছে। বিপদাপদ থেকে শুরু করে দুঃখ-কষ্ট এবং সুখের সময়ও পড়ার জন্য আছে বিশেষ বিশেষ দোয়া। এমনভাবে সুসন্তান লাভের জন্যও দম্পতির জন্য রয়েছে বিশেষ দোয়া।

বিশেষ এই দোয়াটি হলো- রাব্বি হাবলী মিনাসসা-লিহীন! অর্থাৎ ‘হে আমার প্রতিপালক! আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান কর।’ (সুরা সাফফাত : আয়াত ১০০)

মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন সৎ পুত্র সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। তাঁকে নেক পুত্র সন্তান দান করলেন।  
 
‘রাব্বি হাবলি মিল্লাদুনকা জুররিয়্যাতান ত্বয়্যিবাতান, ইন্নাকা সামিউদ দোয়া’

আরও পড়ুন: একজন মেয়ে কেমন স্বামী অপছন্দ করে?

অর্থাৎ ‘হে আমার রব! আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী (সূরা : আল-ইমরান : আয়াত ৩৮)।

রাব্বানা-হাবলানা-মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররতা আ’ইউনিউ ওজা আলনা লিল মুত্তাকিনা ইমামা।

অর্থাৎ হে আমাদের প্রতিপালক! আমাদের এমন স্ত্রী ও সন্তানাদি দান কর, যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদের মুত্তাকিদের নেতা বানিয়ে দাও (সূরা : ফুরকান, আয়াত : ৭৪)।

এভাবেই সুসন্তান লাভের জন্য মহান রাব্বুল আলআমিনের নিকট দম্পতিরা দোয়া প্রার্থনা করতে পারেন।

আরও পড়ুন: প্রেগন্যান্সির পর পেটের মেদ ঝরাতে সহজ কিছু কৌশল

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2