• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

একজন মেয়ে কেমন স্বামী অপছন্দ করে?

প্রকাশিত: ২০:৩১, ৫ অক্টোবর ২০২২

আপডেট: ২১:৫৬, ৫ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
একজন মেয়ে কেমন স্বামী অপছন্দ করে?

নারী-পুরুষের মধ্যে সামাজিক ও বৈধ বন্ধনের অন্যতম মাধ্যম হলো বিয়ে। বিশ্বের সকল ধর্মেই রয়েছে বিয়ের বিধান ও গুরুত্ব। একজন স্বামী যেমন তার স্ত্রীকে বিশেষভাবে কামনা করেন, তেমনিভাবে একজন মেয়েও তার কল্পনায় একজন স্বপ্নের পুরুষকে সাজান। স্বামী হিসেবে বেশ কিছু গুণাগুণ থাকলে তাকে অপছন্দও করেন কখনো কখনো।

চলুন দেখে নেওয়া যাক, একজন মেয়ে কেমন স্বামী অপছন্দ করে?

> ঘন ঘন স্ত্রী পরিবর্তনকারী পুরুষ : যে পুরুষ কাপড়ের মতো ঘন ঘন স্ত্রী পাল্টায়। যার ভেতরে মানবিকতা ও আদব-কায়দা থাকে না। পরিবারকে দেয়ালে ছুঁড়ে মারে, তাদের নিয়ে কোনো চিন্তাভাবনাই করে না।

> সংশয়বাদী : যে তার স্ত্রীর প্রতি সন্দেহ করতে থাকে। নিজের সন্দেহের অনুকূলে প্রমাণ খুঁজতে থাকে। যেন সন্দেহ তার পুরো মাথাটাই খেয়ে নিয়েছে। এমনকি পারলে সে স্ত্রীর প্রতিটি নিঃশ্বাস হিসেব করে নিজের সন্দেহ প্রমাণ করে। তার এমন সন্দেহ পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যায়।

আরও পড়ুন: বিদ্যুৎ ব্লাক আউট কি, এই সময়ে কী করবেন? 

> অহংকারী : যে পুরুষ অহংকারে ভোগে। অহংকার তাকে-সহ তার স্ত্রীকেও জ্বালিয়ে দেয়। ঘর ধ্বংস করে। সন্তানদের ঘরছাড়া করে। তার অহংকারের কোনো কারণ না থাকলেও সে অহংকার করে যায়।

> কৃপণ : যে তার সম্পদ নিজের কাছে আটকে রাখে। জীবন উপভোগ ও দুনিয়ার নিয়ামত ভোগ করা থেকে নিজেকেও বঞ্চিত করে, নিজের সন্তানদেরও বঞ্চিত করে। এমন ভবিষ্যতের ভয় সে করে, যে সময়ে হয়তো সে পৃথিবীতেই থাকবে না। সময় কোনো কৃপণকেই তার সম্পদ ভোগ করতে দেয়নি!

> খোঁটাদানকারী : যে স্বামী স্ত্রীকে দেয় ঠিকই; কিন্তু এরপর খোঁটা দিয়ে নিজের এ দানকে নষ্টও করে ফেলে।

> দুর্বল ব্যক্তিত্বধারী : যে পুরুষ নিজের পরিচালনাভার তার মায়ের থেকে নিজের স্ত্রীকে দেয়। বিয়ের আগে মায়ের অধীন ছিল, এখন বিয়ের পর স্ত্রীর অধীনে যায়। এমন দুর্বল ব্যক্তিত্বের পুরুষকে কোনো নারী পছন্দ করে না।

> অনির্ভরযোগ্য : যে পুরুষের ওপর কোনো কাজের দায়িত্বের ব্যাপারে নির্ভর করা যায় না। সে কোনো কাজ পূর্ণ করার ওয়াদা করেও সেটা করে না, এমন অনির্ভরযোগ্য পুরুষ নারীদের পছন্দ নয়।... তার ওপর যদি কাজ বিনষ্টকারী হয়, তাহলে তো সে নারীদের পছন্দের তালিকাতেই আসে না।

> ওয়াদা ভঙ্গকারী পুরুষ : যে পুরুষ ওয়াদা করে আবার তা ভঙ্গ করে।

> কপটচারী : যার ভেতরে এমন দোষ থাকে, যেটা প্রকাশ করার মতো নয়। সে ওই দোষ গোপন করে নিজেকে খুব ভালো করে উপস্থাপন করে। এমন কপটচারী পুরুষ কারও পছন্দ নয়।

>  গিবতকারী : যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে গিবত, নামিমা করে। এমনকি কখনো কখনো  গিবতে লিপ্ত নারীদের কাছে বসেও তাদের কথা শুনে, এরপর নিজ দায়িত্ব সেসব গিবত প্রচার করে বেড়ায়।

> অপব্যয়ী : যে বিলাসিতায় ও অপব্যয়ে খরুচে নারীদেরও হার মানায়। তাকে তুমি সম্মানের যোগ্যই পাবে না।

> পরিচ্ছন্নতার প্রতি উদাসীন : যে নিজের ব্যক্তিত্বের প্রতি উদাসীন। এলোমেলো থাকে। অপরিষ্কার থাকে। আর বলে এসব সাজগোজ সবটা নারীদের কর্ম। অথচ আমাদের নবিজি সা. বলেন, (إِنَّ اللهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ) ‘নিশ্চয় আল্লাহ সুন্দর। তিনি সৌন্দর্য পছন্দ করেন।’

আরও পড়ুন: রাতে বিছানায় একটি ভুলেই পুরুষদের বন্ধ্যাত্ব বাড়ে

> নজরের খেয়ানতকারী : যে পুরুষ গাইরে মাহরাম নারীদের দিকে তাকিয়ে থাকে। চোরা দৃষ্টিতে নারীদের দিকে তাকায়। স্ত্রীর সাথে বসেই চারপাশে অন্য নারীর খোঁজে চোখ ফেরাতে থাকে। অথবা বাজারে বাজারে ঘুরে নারী দেখার জন্য।

>  দাইয়ুস : যে তার বাড়িতে শরিয়াহ বিরোধী কাজ সহ্য করে। পরিস্থিতি বা অন্য যেকোনো অজুহাতে স্ত্রীকে বিকৃত স্বভাবের করে তোলে।

সূত্র: উসতাজ হাসসান শামসি পাশা’র প্রেমময় দাম্পত্য জীবন (নিয়ম, কৌশল, পরামর্শ): পৃষ্ঠা: ৫২

আরও পড়ুন: লোডশেডিংয়ের অজানা ১০টি উপকারিতা

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2