ইবিত লিওর বাড়িতে মিজানুর রহমান আজহারী, ফেসবুকে ভাইরাল
বাংলাদেশের জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান বেশ কিছুদিন দেশের বাইরে আছেন। সেখান থেকেই তিনি এলেন আলোচনায়। মালয়েশিয়ার আরেক জনপ্রিয় আলোচক ইবিত লিওর বাসায় গিয়েছেন আজহারী। আর ছবি প্রকাশ হতেই ভাইরাল।
২০২০ সালে সবধরনের তাফসির মাহফিল থেকে নিজেকে প্রত্যাহার করে মালেশিয়ায় চলে যান আজহারী। সেখানে গবেষণা কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। পাশাপাশি সেখানে বাংলা ভাষাভাষী প্রবাসীদের মাঝে আলোচনা রাখছেন।
হঠাৎ তাকে দেখা গেল মালয়েশিয়ার আলোচিত দাঈ ইবিত লিওর সঙ্গে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজহারীর সঙ্গে বেশ কিছু পোস্ট করেন লিও। ওই পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর সঙ্গে নিজ বাড়িতে দেখা করতে পারলাম ৷ তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য এবং সবার প্রিয় আলেম ও বক্তা ৷
ইবিত লিও তার স্ট্যাটাসে আরও লেখেন, আমি আজহারীকে খুবই পছন্দ করি ও ভালোবাসি ৷ তার চরিত্র ও জ্ঞান খুবই উত্তম। আল্লাহপাক উনাকে নেক হায়াত দান করুক এবং সবসময় সুস্থ রাখুক।
বিভি/এজেড
মন্তব্য করুন: