যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ
রাজধানীর কিছু এলাকায় আজ মঙ্গলবার তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট এলাকা) এলাকায়।
আরও পড়ুন: সমুদ্রে গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ করতে চায় মার্কিন কোম্পানি
এসময় আশপাশের এলাকায় গ্যাসের চাপ অল্প থাকতে পারে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিভি/এইচএস
মন্তব্য করুন: