• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

প্রকাশিত: ১৩:৫০, ৪ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। অতিবৃষ্টি, দুর্ঘটনা ও যানবাহন বিকল হওয়ায় সড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

বিকল্প পন্থায় যমুনা সেতু পূর্ব গোলচত্বর থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংক রোড দিয়ে যানবাহন চলাচল করছে। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু খান জানান, গাড়ির চাপ বৃদ্ধি, অতিবৃষ্টির কারণে যানবাহন চলাচলে ধীরগতি, কয়েকটি স্থানে দুর্ঘটনার কারণে বৃহস্পতিবার মধ্যরাত থেকে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ মহাসড়কে কাজ করছে। দ্রুত যানজট নিরসন হবে বলেও আশা করেন তিনি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2