• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পোশাক শ্রমিকদের বিক্ষোভ, বাড্ডা-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ

প্রকাশিত: ১৪:০২, ১০ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
পোশাক শ্রমিকদের বিক্ষোভ, বাড্ডা-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ

রাজধানীর কুড়িল বিশ্বরোড আটকিয়ে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে বাড্ডা-রামপুরা সড়কের দুপাশে যান চলাচল বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে স্থানীয় ইউরো গার্মেন্টের কয়েকশ’ শ্রমিক কুড়িল বিশ্বরোডে সড়কে দুপাশে অবস্থান নেয়। তাদের দাবি বকেয়া বেতন পরিশোধ। 

এ সময় পরিবহণ শ্রমিকরা সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানালে গার্মেন্ট শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকরা বকেয়া পরিশোধসহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্লোগান দিতে থাকে। 

বেলা ১টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সড়ক বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে গেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভাটার থানার এএসআই ফয়সাল বলেন, বকেয়া বেতন দাবিতে গার্মেন্ট শ্রমিকরা সড়কে বিক্ষোভ করছে। তাদের সড়ক থেকে সরাতে সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখানে গেছেন।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনাস্থল থেকে বলেন, আমরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। আশা করি কিছুক্ষণের মধ্যে যান চলাচল শুরু হবে। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2