বোতল নিক্ষেপ: জবি ছাত্রকে বাসায় দাওয়াত দিলেন উপদেষ্টা মাহফুজ

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দিকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। এরপর তাকে মাহফুজ নিজের বাসায় দাওয়াত দিয়েছেন বলেও জানিয়েছেন।
শুক্রবার (১৬ মে) মাহফুজ আলমের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই দাওয়াতের তথ্য পাওয়া গেছে। অ্যাডমিনের বরাতে প্রকাশ হওয়া ওই পোস্টে বলা হয়েছে, তথ্য উপদেষ্টার উপর আক্রমনকারী মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছ। ডিবি অফিসে তার সাথে ও তার পরিবারের সাথে কথা বলেছেন তথ্য উপদেষ্টা। আন্দোলন শেষে তিনি তাকে বাসায় আসার দাওয়াত দিয়েছেন। এর আগে দুপুরে তিনি হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের জিম্মায় হস্তান্তরের অনুরোধ জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
ওই পোস্টের শেষ দিকে আরও জানানও হয়, শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন আর কয়েক ঘন্টার মধ্যেই জবির সমস্যার সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে। জবির শিক্ষার্থীদের আবাসন সঙ্কট দ্রুতই সমাধান প্রত্যাশা করা হয়েছে।
এদিকে ডিএমপির মিডিয়া উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, “তথ্য উপদেষ্টার দিকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় একজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে তাকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।”
এর আগে গত ১৪ মে রাতে কাকরাইল মসজিদের সামনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে বসেন। আলোচনার এক পর্যায়ে হঠাৎ তার দিকে একটি প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারা হয়। ঘটনাটি উপস্থিত সবাইকে হতবাক করে দেয়। তবে এতে উপদেষ্টা গুরুতর আহত হননি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বোতল নিক্ষেপের সঙ্গে সঙ্গে এক তরুণ ভিড়ের মধ্যে মিশে যান। তার মুখ আংশিক দৃশ্যমান ছিল। পুলিশ জানায়, আধুনিক প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: