• NEWS PORTAL

  • শনিবার, ১৭ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাঁচ দফা দাবিতে মন্ত্রণালয় ঘেরাও মসজিদভিত্তিক প্রকল্পের শিক্ষকদের

প্রকাশিত: ১৪:০৪, ১৭ মে ২০২৫

আপডেট: ১৪:০৫, ১৭ মে ২০২৫

ফন্ট সাইজ
পাঁচ দফা দাবিতে মন্ত্রণালয় ঘেরাও মসজিদভিত্তিক প্রকল্পের শিক্ষকদের

ছবি: পরিকল্পণা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি

পাওনা বেতন,ভাতা ও বোনাসসহ পাঁচ দফা দাবিতে পরিকল্পণা মন্ত্রণালয় ঘেরাও করে আন্দোলন করেছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদ।

শনিবার (১৭ মে) সকাল দশটা থেকে ঢাকা বিভাগের তেরোটি জেলার কয়েক হাজার লোকজন পরিকল্পণা মন্ত্রণালয়ের চারপাশে অবস্থান নেয়। এসময় আন্দোলনকারিদের সড়ক অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারিরা জানান, ছয় মাস ধরে তারা বেতন, ভাতা ও বোনাস পান না। পরিকল্পণা মন্ত্রণালয়ের অধীনে প্রকল্প পরিচালক বার বার বেতন,ভাতা ও বোনাস দেয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু তা আর পূরণ করেননি।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, মন্দিরভিত্তিক প্রকল্পের প্রত্যকের বেতন ১৪ হাজার টাকা অথচ ইসলাম ভিত্তিক প্রকল্পের সাথে জড়িতদের বেতন মাত্র চার থেকে পাচ হাজার টাকা। এধরনের বৈষম্যেরও দ্রুত সমাধান চান তারা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগতি করেন তারা। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2