• NEWS PORTAL

  • সোমবার, ১৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চাকা খুলে পড়ার ঘটনায় মুখ খুললো বিমান

প্রকাশিত: ১৮:১৪, ১৯ মে ২০২৫

ফন্ট সাইজ
চাকা খুলে পড়ার ঘটনায় মুখ খুললো বিমান

ফাইল ছবি

বিয়ারিং কাজ না করার কারণে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের চাকা খুলে পড়ে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১৯ মে) এক বিবৃতিতে ঘটনার ব্যাখ্যা দিয়ে বিমান এই তথ্য জানায়। তবে ঠিক কী কারণে বিয়ারিং কাজ করেনি, সে বিষয়ে জানানো হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, বিয়ারিং ফেইলিওরের সঠিক কারণ তদন্ত কমিটির রিপোর্ট প্রদানের পর জানা যাবে।

চাকা খুলে পড়ার ঘটনা তদন্তে ইতোমধ্যে দুটি আলাদা কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ। এ ছাড়া উড়োজাহাজটির প্রস্তুতকারী কানাডার ডি-হেভিল্যান্ড এয়ারক্রাফট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে কারিগরি টিম পাঠানোর অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত ১৬ মে দুপুরে ঢাকার উদ্দেশে কক্সবাজার বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণ পরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৪৩৬’ ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারের পাশের একটি চাকা খুলে মাটিতে আছড়ে পড়ে। ফ্লাইটটিতে ৭১ জন যাত্রী ও দুজন ক্রু ছিলেন। পরে বিমানটি ঢাকায় নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2