খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের ৬ সংগঠনের যৌথ সাংবাদিক সম্মেলন

খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের এক কিশোরী ধর্ষণের ঘটনাকে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক ও রাজনৈতিক রূপ দিতে অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ত্রিপুরা সম্প্রদায়ের ৬টি সংগঠন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে খাগড়াছড়িস্থ বাংলাদেশ ত্রিপুরা সংসদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক যৌথ সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা সম্প্রদায়ের ওই সংগঠনগুলো।
সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ত্রিপুরা জাতি শান্তি ও সম্প্রীতিতে বিশ্বাসী। কোন মহলের প্ররোচনা বা উস্কানীতে আমরা পা দেবো না। ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।
শুক্রবার দুপুরে খাগড়াছড়িস্থ বাংলাদেশ ত্রিপুরা সংসদ কার্যালয়ের সম্মেলন কক্ষে যৌথ সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ত্রিপুরা সম্প্রদায়ের অষ্টম শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৪ (চার) ধর্ষককে গ্রেফতার করেছে। খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ধর্ষিতার পাশে দাড়িয়েছেন। তার সু-চিকিৎসার খোঁজ নিয়েছেন এবং সু-চিকিৎসার জন্য ১ লাখ টাকার আর্থিক সহযোগিতা করেছেন। ঘটনার সুষ্ঠ বিচারে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অথচ একটি গোষ্ঠী পরিকল্পিতভাব সাম্প্রদায়িক উস্কানী দিচ্ছে।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের আহ্বায়ক খনি রঞ্জন ত্রিপুরা, ত্রিপুরা যুব কল্যাণ সংসদের আহবায়ক এডভোকেট ভিক্টর ত্রিপুরা, ত্রিপুরা যুব ঐক্য পরিষদের সভাপতি বিপন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা ও বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদের সভাপতি রূপক ত্রিপুরা।
সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের গ্রেফতার করায় সেনাবাহিনী ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ধর্ষকদের কোন সম্প্রদায়, ধর্ম, বর্ণ ও দলীয় পরিচয় নেই। কিন্ত অত্যন্ত দুঃখের বিষয় সবাই যখন ধর্ষিতাকে বাঁচানোর জন্য চেষ্টায় লিপ্ত তখন একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক ও রাজনৈতিক রূপ দেওয়ার জন্য একটি দলের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে। আমরা দেশের প্রচলিত আইন ও প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল, কারণ যেখানে মামলা হওয়ার সাথেই সাথেই আইন শৃঙ্খলা বাহিনী ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তির জন্য বিচার প্রক্রিয়া শুরু করেছে। নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে পলাতক দুই ধর্ষককে গ্রেফতারসহ তিন দফা দাবী জানান।
উল্লেখ্য, গত ২৭ জুন খাগড়াছড়ির ভাইবোনছড়ায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়।
বিভি/এমআর
মন্তব্য করুন: