• NEWS PORTAL

  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অটোরিকশায় ফেলে যাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিলেন চালক 

প্রকাশিত: ২২:১৫, ১৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
অটোরিকশায় ফেলে যাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিলেন চালক 

কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশায় (ইজিবাইক) ফেলে যাওয়া ব্যাগে থাকা ১৫ লাখ টাকা যাত্রীকে ফেরত দিয়েছেন চালক। এ যেন সততার দারুণ দৃষ্টান্ত। 

বৃহস্পতিবারের (১৭ জুলাই) এ ঘটনায় শহরজুড়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। প্রশংসা কুড়িয়েছে ইজিবাইক চালকের সততা। চালক অনিক কুমিল্লা নগরীর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, কুমিল্লার পানপট্টি এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী মরণ শীল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শিশু সন্তানকে নিয়ে ইজিবাইকে করে দারোগাবাড়ি এলাকার স্কুলে গিয়েছিলেন। কিন্তু ইজিবাইক থেকে নামার সময় ভুলে তার সঙ্গে থাকা ১৫ লাখ টাকার ব্যাগটি ফেলে যান। বাচ্চাকে স্কুলে দিয়ে ফেরার পর তিনি বুঝতে পারেন তার টাকার ব্যাগটি ইজিবাইকে রয়ে গেছে।

কিন্তু সেখানে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। প্রায় ঘণ্টাখানেক পর তিনি বাসার কাছে এসে দেখেন যেখান থেকে ইজিবাইকে উঠেছিলেন, সেখানে এসে ওই চালক তাকে খুঁজছেন। এ সময় আরও কয়েকজনের উপস্থিতিতে টাকার ব্যাগটি তিনি মরণ শীলকে ফেরত দেন।

ইজিবাইক চালক অনিক জানান, ব্যাগে এত টাকা দেখে আমি প্রথমেই আমার বাবাকে কল দেই। তখন বাবা আমাকে বলেন, যার জিনিস, তাকে খুঁজে দিয়ে আয়। হারাম টাকা নিয়ে বাঁচতে চাই না। আমি এরপর কয়েকবার ঘুরে ওই এলাকায় এসে শেষমেশ ব্যাগের মালিককে খুঁজে পাই।

এলাকাবাসী জানায়, অনিকের বাবা নিজেও একজন অটোরিকশাচালক। তাদের পরিবারে সততার অতীত সুনাম রয়েছে।

স্বর্ণব্যবসায়ী মরণ শীল বলেন, সকালে বাচ্চাকে স্কুলে দিতে যাওয়ার সময় ব্যবসার কাজের জন্য ১৫ লাখ টাকাসহ ব্যাগটি সঙ্গে নিয়ে বের হয়েছিলাম। কিন্তু রিকশা (ইজিবাইক) থেকে নামার সময় ব্যাগটি ভুলে রিকশায় রয়ে যায়। কিন্তু স্কুল থেকে ফিরে যখন দেখি চালক ও রিকশা কোনোটাই সেখানে নেই, তখন খুব টেনশনে পড়ে যাই। অনেক খুঁজেও তাকে না পেয়ে বাসায় ফিরতে শুরু করি। কিন্তু বাসার কাছে এসে দেখি সে (চালক) দাঁড়িয়ে আছে। আমাকে পেয়ে সে আমার টাকা আমাকে বুঝিয়ে দেয়।

আজকের দিনে এসে সে যে কাজটি করেছে, তা একেবারেই বিরল ঘটনা। সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিঃসন্দেহে সে একজন সৎ মানুষ। অন্যের টাকার প্রতি তার কোনো লোভ নেই। পৃথিবীতে এ ধরনের মানুষ এখনো আছে বলেই পৃথিবী এখনো সুন্দর। এমন মানুষদের সম্মান জানানো আমাদের দায়িত্ব।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2