স্লোগানে স্লোগানে মুখোরিত হলো মানিক মিয়া এভিনিউ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বিজয়ের লাল-সবুজের পতাকা নিয়ে মানিক মিয়া এভিনিউতে ছিলো ছাত্র-জনতার স্রোত। বিভিন্ন ব্যান্ড দলের গানে গানে মেতেছেন হাজারো ছাত্র-জনতা। নতুন বাংলাদেশে বৈষম্যের অবসান আর স্বৈরাচারী শেখ হাসিনার বিচার দেখতে চায় সব শ্রেণি পেশার মানুষ।
ঘড়ির কাটায় ২ টা বেজে ২৫ মিনিট। বর্ষার আকাশে একঝাঁক হেলিকপ্টার সদৃশ্য বেলুন। লাল-নীল ধোয়া আকাশে। জানান দিচ্ছে আজকের এই দিনে গত বছর দেশ থেকে বিতাড়িত হয়েছিলো ১৬ বছরের পতিত শক্তি হাসিনা সরকার। এসময় স্লোগানে স্লোগানে মুখোরিত পুরো মানিক মিয়া এভিনিউ।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অন্যদিকে জুলাই ঘোষণাপত্র উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার হাজারো জনতার ঢল নামে। তবে, বৃষ্টির বাগড়ায় অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন ঘটে। আগত ছাত্র-জনতা কেউ কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে অনুষ্ঠান উদযাপন করেন। অনেকে কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে কিংবা গায়ে জুলাই সনদের ব্যাজ লাগিয়ে ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজে গানে গানে মেতছেন।
অনেকে এসেছেন একা, কেউ বা পরিবার নিয়ে। জাতীয় পতাকা গায়ে জড়িয়ে কিংবা হাতে ধরে কেউ দাঁড়িয়ে আছেন চুপচাপ, কিন্তু চোখে-মুখে স্পষ্ট প্রত্যয়ের ছাপ। গত ১ বছরে অনেকে আশা নিরাশা থাকলেও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ এটিই তাদের কাছে গর্বের।
নতুন বাংলাদেশে বৈষম্য বিলোপ করে সাম্যের বাংলাদেশ দেখতে চায় তরুণরা। নতুন বাংলাদেশে দ্রুত সময়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবি করেন তারা।
বৃষ্টিভেজা এই সমাবেশ যেন হয়ে উঠেছে এক প্রতীকী প্রতিবাদ যেখানে প্রাকৃতিক বাধাও দমিয়ে রাখতে পারেনি মানুষের ন্যায্য দাবির আকাঙ্ক্ষাকে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: