• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

কারওয়ান বাজারে মালয়েশিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

প্রকাশিত: ১৩:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:৪০, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কারওয়ান বাজারে মালয়েশিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

রাজধানীর কারওয়ান বাজার সড়ক অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ করছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। 

বিক্ষোভকারীদের ভাষ্য, ২০২৪ সালের মে মাসের মধ্যে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু এখ‌নো প্রায় ১৭ হাজার শ্রমিক মালয়েশিয়া যে‌তে পারেননি। বিদেশে যেতে অনেকেই ৫ থেকে ৬ লাখ টাকা ঋণ করেছিলেন। বর্তমানে তারা নিঃস্ব হয়ে গেছেন।

তাদের দাবি, সরকার আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা।

এদিন বিক্ষোভ সমাবেশে ৫ দফা দাবি উত্থাপন করেন মালয়েশিয়া গমনেচ্ছুক কর্মীরা। দাবিগুলো হলো-

১. ৩১ মে এর আগে যাদের ই-ভিসা ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাননি, এবং যারা সব প্রক্রিয়া শেষ করেছেন, তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে।

২. নতুন সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।

৩. অতি দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিতভাবে একটি স্মারকলিপি দিতে হবে।

৪. প্রধান উপদেষ্টা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই স্মারকলিপি জমা দিতে হবে।

৫. লিখিত সময়সীমার মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে সরকারকে অবিলম্বে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2