• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ঝুঁকিপূর্ণ মনে হওয়া পূজা মণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা দেবে ডিএমপি

প্রকাশিত: ২১:৩৭, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঝুঁকিপূর্ণ মনে হওয়া পূজা মণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা দেবে ডিএমপি

রাজধানীতে ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা ঘিরে নিরাপত্তার আশঙ্কা না থাকলেও ৮৯টি মণ্ডপ অধিকতর ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী। এসব মণ্ডপে পুলিশ বাড়তি নিরাপত্তা দেবে বলেও জানান তিনি।

পূজা মণ্ডপের নিরাপত্তায় ‘যথেষ্ট ব্যবস্থা’ থাকায় কেউ অপচেষ্টার সুযোগ পাবে না বলেও আশ্বস্ত করেন ডিএমপি কমিশনার।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজার নিরাপত্তা পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার বলেন, এবারের পূজা ঘিরে বড় ধরণের কোনও নাশকতার শঙ্কা নেই। তারপরও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে পুলিশ সদস্যদের পাশাপাশি, গোয়েন্দা পুলিশ, সিটিটিসি, সাইবার ইউনিট, বোমা ডিস্পোজাল ইউনিট ও সোয়াট সদস্যরা নিরাপত্তা দেবেন।

তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপকে সিসি ক্যামেরায় আওতাভুক্ত রাখা হয়েছে। এছাড়াও পুলিশের পাশাপাশি পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকরাও থাকবেন। পূজা উদযাপন পরিষদের সঙ্গে পরামর্শ করে পূজামণ্ডপে চারটি শ্রেণিতে ভাগ করে ২৪ ঘণ্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2