• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ীতে টাইফয়েডের টিকা পাবে ৩ লাখ ১২ হাজার শিশু

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রাজবাড়ীতে টাইফয়েডের টিকা পাবে ৩ লাখ ১২ হাজার শিশু

রাজবাড়ীতে জেলা পর্যায়ের সাংবাদিকদের অংশগ্রহনে টাইফয়েড টিকাদান বিষয়ে একটি কনসাল্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও তথ্য অফিসের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় কর্মশালাটির আয়োজিত হয়।

কর্মশালার শুরুতে টাইফয়েড টিকাদানের গুরুত্ব ও টাইফয়েডের ভয়াবহতা নিয়ে প্রবন্ধ  উপস্থাপন করেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অচিন্ত্য কুমার কীর্তনীয়া।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, টাইফয়েড একটি সংক্রামক রোগ। টিকা গ্রহণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সফল করতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদান কার্যক্রম সম্পর্কে জনগণকে সঠিক তথ্য পৌঁছে দিতে সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

কর্মশালায় সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ জানান, আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে মাসব্যাপী টাইফয়েড ভ্যাকসিনেশন কর্মসূচি।মাসব্যাপী হলেও মূলত ২০ কর্মদিবস চলবে এই কর্মসূচি। এর মধ্যে ১০ কার্যদিবস শিক্ষা প্রতিষ্ঠানে এবং ৮ কার্যদিবস কমিউনিটিতে এ কার্যক্রম চলবে। বিনামূল্যে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েডের টিকা দেওয়া হবে।টিকা পেতে হলে অবশ্যই জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।সকাল ৮ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত টিকাদান কর্যক্রম চলবে।জেলায় আমাদের লক্ষ্যমাত্রা ৩ লাখ ১১ হাজার ৭২১ জন।ইতিমধ্যে রেজিষ্ট্রেশন করেছে ১ লাখ ৫ হাজার ৯৫৪ জন।

তিনি এ কর্মসূচি সফল করতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।পরে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

জেলা তথ্য অফিসার রেখা ইসলামের সঞ্চালনায় কর্মশালায় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম হিরনসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2