চাঁপাইনবাবগঞ্জ থেকে ৯০ ঘণ্টা পর দূরপাল্লার বাস চলাচল শুরু

প্রায় ৯০ ঘন্টা পর চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে দূর পাল্লার বাস চলাচল শুরু করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ঢাকা, চট্টগ্রামসহ অন্যান্য রুটে বাস পরিসেবা স্বাভাবিক হয়। এর ফলে যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। মূলত বাস শ্রমিকদের বিভিন্ন দাবীর প্রেক্ষিতে মালিক পক্ষ গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে যাত্রী পরিবহনের এই পরিষেবা বন্ধ করে দেয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, বাস চালক, চালকের সহকারী ও সুপারভাইজারদের বেতন ভাতাদি নিয়ে মালিক পক্ষের যে মতবিরোধ হয়েছিল সেটা কেটে গেছে। সোমবার বেলা ১১টা থেকে টানা ২টা পর্যন্ত ঢাকায় বাস মালিক সমিতির সাথে সভা হয়েছে। সেখানে মালিক পক্ষ বাস বন্ধে তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন। আর তাই বিকেল ৪টা থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়েছে। কাজে যোগ দিয়েছেন চালকসহ অন্যরা।
এদিকে সাম্প্রতিক সময়ে দীর্ঘ দিন বাস চলাচল বন্ধ থাকায় রাজধানীসহ দেশের অন্যান্য গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। দূরপাল্লার বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীরা খুশি হয়েছেন। তারা বলছেন, গত কয়েক দিনে কিছু লোকাল বাস ঢাকা রুটে যাত্রী পরিবহন করলেও সেসব বাস দীর্ঘ পথের ভ্রমণের জন্য একবারেই অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ। গন্তব্যে পৌঁছাতে ঝুঁকি থাকা সত্ত্বেও মানুষ বাধ্য হয়ে ওই লোকাল বাসগুলোতে করেই ঢাকা গেছে। তবে দীর্ঘ কয়েক দিনের মালিক শ্রমিক দ্বন্দ কাটিয়ে আজ যখনই বাস চলাচলের কথা প্রচার হয়েছে তখনই অনেক ঢাকা বা চট্টগ্রামগামী যাত্রীরা টিকিট কাটা শুরু করেছেন। দীর্ঘদিন পরে বাস চলাচলে আমরা যাত্রীরা খুশি হয়েছি। আমাদের আর কাটা-কাটা গাড়ীতে বাড়তি ভাড়া দিয়ে যেতে হবে না।
বাস মালিক পক্ষের অভিযোগ অনুযায়ী, সম্প্রতি বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের পর বাস মালিকরা বেতন বাড়াতে সম্মত হলেও গত ২৭ তারিখ শনিবার বর্ধিত বেতন কার্যকর হবার আগেই শ্রমিকরা খোরাকি ভাতাসহ অন্যান্য অযৌক্তিক দাবি সামনে আনতে শুরু করে। এ কারণে মালিকরা বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ করে দেয়। তবে আজ থেকে আবার তা স্বাভাবিক হয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: