• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব হার্ট দিবস উদযাপন

প্রকাশিত: ২০:৩৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব হার্ট দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও অনাড়ম্বর আয়োজনে পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল ও পপুলার কার্ডিয়াক সেন্টারে উদযাপিত হয়েছে বিশ্ব হার্ট দিবস ২০২৫।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার মেডিকেল কলেজের চেয়ারম্যান ও পপুলার গ্রুপের কর্ণধার ডা. মোস্তাফিজুর রহমান। তিনি বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হৃদরোগ প্রতিরোধ ও উন্নত কার্ডিয়াক সেবা প্রদানে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে পপুলার কার্ডিয়াক সেন্টারের আধুনিক চিকিৎসা সেবা প্রদানের সক্ষমতা বিশেষভাবে উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যাথ ল্যাব সুইট (২টি ক্যাথ ল্যাব, প্রি-ক্যাথ ও পোস্ট-ক্যাথ ইউনিট), সিসিইউ এবং কার্ডিয়াক হাইকেয়ার ইউনিট।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সরফুজ্জামান রুবেল। এছাড়া কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, জ্যেষ্ঠ অধ্যাপকবৃন্দ, সম্মানিত ফ্যাকাল্টি সদস্য, হাসপাতালের উপপরিচালক, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, কার্ডিওলজি বিভাগের চিকিৎসক, নার্স, ক্যাথ ল্যাব ইনচার্জসহ প্রশাসন, এইচআর ও মার্কেটিং বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, ক্লিনিক্যাল ও ইন্টারন্যাশনাল কার্ডিওলজীস্ট পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজী বিভাগের প্রধান অধ্যাপক ডা: এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া মাসুম পপুলার কার্ডিয়াক সেন্টারের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন । 

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে নিরলস ভূমিকা রাখেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এ এম এস এম সরফুজ্জামান রুবেল, উপপরিচালক ডা. মোহাম্মদ ইস্তিয়াক সাজ্জাদুর রহমান, উপপরিচালক ডা. আরিফ এমরান মোহাম্মদ ওয়াসীম রেজা, প্রশাসন ও কাস্টমার কেয়ার টিম।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2