মাতৃভাষা বাংলার জন্যে জীবন দিয়েছিলো আরো একটি দেশ
মাতৃভাষা বাংলার জন্যে কেবল বাংলাদেশ বা তখনকার পূর্ব পাকিস্তান নয়, জীবন দিয়েছিলো আরো একটি দেশে। ভারতের আসামে। সেখানকার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসামের বারাকের গোটা রেলস্টেশনের নামকরণ করা হয়েছে, শিলচর ভাষা শহীদ স্টেশন, হয়েছে ভাষা শহীদ স্মৃতিসৌধ। আর প্রতিবছরই তারাও পালন করে মাতৃভাষা দিবস। তাদেরও দাবি ছিলো, বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করা। পার্থক্যটা শুধু দেশের আর সময়ের।
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০০