নর্দমার জঞ্জাল থেকে জ্বালানি উৎপাদন
ভবিষ্যতে ট্রেন, বাস, জাহাজ, বিমান চালাতে প্লাস্টিক জ্বালানি কাজে লাগানো যেতে পারে৷ প্লান্টের মধ্যে মল, নর্দমার কাদা দেখলে ঘৃণা জাগতে পারে৷ কিন্তু সেখানেই ভবিষ্যতের জন্য অতি প্রয়োজনীয় জ্বালানি তৈরি হচ্ছে৷ উদ্যোগপতি হিসেবে হারাল্ড মায়ারই এই প্রচেষ্টার মূল হোতা৷ তিনি বলেন, ‘‘আমি উদ্ভাবকের সঙ্গে দেখা করে তাঁর কাছ থেকে পেটেন্ট কিনে নিয়ে ভাবলাম, আমি রূপকথার জগতে আছি৷ কিন্তু অন্তরের তাগিদ আমাকে ‘শিট টু পাওয়ার` প্রযুক্তি হাতেনাতে যাচাই করতে বাধ্য করলো৷ সেই দর্শনের ভিত্তিতে আমি অবিলম্বে একটি কোম্পানি প্রতিষ্ঠা করতে প্রস্তুত হয়ে গেলাম৷ ইঞ্জিনিয়ারদের চাকুরি দিয়েছি৷ সরকারি ভরতুকি ছাড়াই আমি ৪০ লাখ ইউরো পর্যন্ত বিনিয়োগ করেছি৷``
মঙ্গলবার, ২০ জুন ২০২৩, ১৫:২৭