‘অনাহার-অর্ধাহার’ মৃৎশিল্পীদের প্রতিদিনের গল্প
‘নতুন কি ব্যবসা করিম, টাকা নাই। হাটত ১২৫ টাকা বিক্রি করি ভ্যান ভাড়া দিছুং ৮০ টাকা। ৪৫ টাকা দিয়া ক্যায় চাউল, তরকারি দিবে, না খায়া দুইদিন থাকির নাগবে।’ অশ্রুসিক্ত নয়নে কথাগুলো বলছিলেন তমিজ উদ্দিন। তিনি একজন মৃৎশিল্পী, বসবাস করেন
নীলফামারীর জলঢাকা উপজেলায়।
শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩, ১৬:০৩