• NEWS PORTAL

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

বিশেষ প্রতিবেদন

নর্দমার জঞ্জাল থেকে জ্বালানি উৎপাদন
নর্দমার জঞ্জাল থেকে জ্বালানি উৎপাদন

ভবিষ্যতে ট্রেন, বাস, জাহাজ, বিমান চালাতে প্লাস্টিক জ্বালানি কাজে লাগানো যেতে পারে৷ প্লান্টের মধ্যে মল, নর্দমার কাদা দেখলে ঘৃণা জাগতে পারে৷ কিন্তু সেখানেই ভবিষ্যতের জন্য অতি প্রয়োজনীয় জ্বালানি তৈরি হচ্ছে৷ উদ্যোগপতি হিসেবে হারাল্ড মায়ারই এই প্রচেষ্টার মূল হোতা৷ তিনি বলেন, ‘‘আমি উদ্ভাবকের সঙ্গে দেখা করে তাঁর কাছ থেকে পেটেন্ট কিনে নিয়ে ভাবলাম, আমি রূপকথার জগতে আছি৷ কিন্তু অন্তরের তাগিদ আমাকে ‘শিট টু পাওয়ার` প্রযুক্তি হাতেনাতে যাচাই করতে বাধ্য করলো৷ সেই দর্শনের ভিত্তিতে আমি অবিলম্বে একটি কোম্পানি প্রতিষ্ঠা করতে প্রস্তুত হয়ে গেলাম৷ ইঞ্জিনিয়ারদের চাকুরি দিয়েছি৷ সরকারি ভরতুকি ছাড়াই আমি ৪০ লাখ ইউরো পর্যন্ত বিনিয়োগ করেছি৷``

মঙ্গলবার, ২০ জুন ২০২৩, ১৫:২৭

সভাপতি-সম্পাদক দ্বন্দ্বে কুড়িগ্রাম বিএনপির এতিম দশা
সভাপতি-সম্পাদক দ্বন্দ্বে কুড়িগ্রাম বিএনপির এতিম দশা

গঠনতন্ত্র উপেক্ষা, স্বেচ্ছাচারিতা, গ্রুপিং, ব্যক্তিগত স্বার্থে কমিটি গঠন, সর্বোপরি কেন্দ্রীয় বিএনপি`র তদারকি না থাকায় কুড়িগ্রাম জেলা বিএনপি এখন এতিম দশায় পরিণত হয়েছে। ফলে দুই গ্রুপের যাঁতাকলে পড়ে নেতাকর্মীরা ছটফট করছে। জানা গেছে, ২০১৫ সালের ৪ নভেম্বর জেলা বিএনপি সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হয়। তাতে বিশিষ্ট ব্যবসায়ী তাসভীর উল ইসলাম সভাপতি ও সাইফুর রহমান রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৫১ বিশিষ্ট কমিটি ২ বছরের জন্য গঠন করা হয়। কমিটি গঠনের পর কিছুদিন যেতে না যেতে সভাপতি ও সাধারণ সম্পাদকের ব্যক্তিগত দ্বন্দ্ব দলের মধ্যে ছড়িয়ে পড়ে। শুরু হয় দলের মধ্যে বিভক্তি। পরবর্তীতে তা রক্তক্ষয়ী সংঘর্ষেও রূপ নেয়।

সোমবার, ১৯ জুন ২০২৩, ১৭:৫১