ওভারের প্রতি বলে পোলার্ডের ছক্কা

আকিলা ধনঞ্জয়ার হ্যাটট্রিক ও কায়রন পোলার্ডের ব্যাটিং তাণ্ডবে শ্বাসরুদ্ধকর ম্যাচে রূপ নেয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টি চার উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় লঙ্কানদের ৯ উইকেটে করা একশ' ৩১ রান ইনিংসের শেষ বলে টপকে যায় ক্যারিবিয়ানরা।
স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভার শেষে ৯ উইকেটে একশ' ৩১ করে শ্রীলংকা। ওপেনার নিরোশান ডিকভেলার ২৯ বলে ৩৩ ও নাম্বার থ্রি পাথুম নিসাঙ্কার ৩৪ বলে ৩৯ রান ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। অধিনায়ক পোলার্ডের সাত বোলার ভাগ করে নেন ৯ উইকেট। লো-স্কোর তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে লেন্ডল সিমন্স ও এভিন লুইস ২০ বলে ৫২ রান যোগ করেন। ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে লুইস, ক্রিস গেইল ও নিকোলাস পুরানকে ফিরিয়ে টি-টোয়েন্টির ১৪তম হ্যাট্রিক বোলার হয়ে যান আকিলা। ইনিংসের ষষ্ঠ ওভারে এই লংকান স্পিনারের ছয় বলেই ছক্কা হাঁকিয়ে জবাবটা দেন পোলার্ড। টি-টোয়েন্টিতে এর আগে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস ও ভারতের যুবরাজ সিং এই কীর্তি গড়েছিলেন। টি-টোয়েন্টির পাওয়ার প্লে-তে উইন্ডিজও পেয়ে যায় রেকর্ড ৯৮ রানের সংগ্রহ। পোলার্ড ১১ বলে ৩৮ করে ফেরার পর জেসন হোল্ডারের ২৪ বলে অপরাজিত ২৯ রানে ইনিংসের শেষ বলে জয়ের বন্দরে পৌঁছায় উইন্ডিজ।
বিভি/এমএইচকে