• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে শঙ্কা, পয়েন্ট নির্ধারণ হবে যেভাবে

প্রকাশিত: ২১:৩৮, ১ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে শঙ্কা, পয়েন্ট নির্ধারণ হবে যেভাবে

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯৪ শতাংশ। ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি ভেসে যেতে পারে বৃষ্টিতে বিষয়টি অনেক আগ থেকেই জানাচ্ছিল শ্রীলঙ্কার আবহাওয়াবিদরা। তবুও চিরচেনা দুই প্রতিদ্বন্দ্বী দেশের ম্যাচটি দেখতে দু’দলের সমর্থকদের পাশাপাশি পুরো ক্রিকেটবিশ্বই উন্মুখ হয়ে আছে। 

লড়াইয়ে নামার আগেই নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে বাবরের আজমের দল। এদিকে রোহিত শর্মার দলও টুর্নামেন্টে পা রেখেছে টপ ফেভারিট হিসেবে।

আগামীকাল (শনিবার) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শ্রীলঙ্কার ক্যান্ডিতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই দুই দল ইতোমধ্যে শহরটিতে অবস্থান করছে। বৃষ্টির বাধায় পুরো ম্যাচ খেরতে না পারলে ফল নির্ধারণের জন্য অন্তত ২০ ওভার হলেও খেলতে হবে রোহিত-বাবরদের।

নিয়ম অনুসারে, বৃষ্টি থামার পর মাঠ শুকনো হলেই খেলা শুরু করা হবে। তার আগে মাঠ আদৌ খেলার উপযোগী কিনা সেই সিদ্ধান্ত নেবেন আম্পায়াররা ।ডাকওয়ার্থ লুইস নিয়মের (ডিএলএস) মাধ্যমে পাল্টে যাবে রানের লক্ষ্যও। বৃষ্টির জন্য নষ্ট হওয়া সময় অনুযায়ী ওভার কমানোর দায়িত্বও আম্পায়ারের। 

শ্রীলঙ্কার আবহাওয়া তথ্য অনুযায়ী, বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৮৫ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির  সম্ভাবনা আরও বাড়বে।  এরপর ৭টার দিকে একটু কমার সম্ভাবনা আছে। তবে ৮টা থেকে ১১ টা পর্যন্ত আবারও বৃষ্টি হতে পারে। এই সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৭৫ শতাংশ। অর্থাৎ, পুরো সময় না হলেও ম্যাচের কোনো না কোনো সময় বৃষ্টি হতেই পারে। যদিও বৃষ্টির কথা মাথায় রেখেই প্রস্তুতির কমতি রাখেনি সহ-আয়োজক শ্রীলঙ্কা। মাঠ প্রস্তুত রাখা হচ্ছে, যাতে বৃষ্টি হলেও তাড়াতাড়ি খেলা শুরু করা যায়।

এশিয়ান শ্রেষ্ঠত্বের এই মঞ্চে গ্রুপ পর্বের ম্যাচে কোনো রিজার্ভ-ডে নেই। সে জন্যই ফল নির্ধারণে অন্তত ২০ ওভার হলেও খেলতে হবে। আর সেটি যদি সম্ভব না হয় তাহলে হলে ম্যাচটি বাতিল বলে ঘোষণা করা হবে। ফলে শনিবার খেলা না হলে, পয়েন্ট ভাগ করে দেওয়া হবে দুই দলের মধ্যে। 

সেক্ষেত্রে আগেই দুই পয়েন্ট পাওয়া পাকিস্তান আরেক পয়েন্ট নিয়ে সুপার ফোরে উঠে যাবে। অন্যদিকে, নেপালের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে অবশ্যই জিততে হবে ভারতকে।

বিভি/এসকে/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2