• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শেষ ওভারের উত্তেজনায় ভারতকে হারালো বাংলাদেশ

প্রকাশিত: ২২:৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ০০:৩৬, ১৬ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
শেষ ওভারের উত্তেজনায় ভারতকে হারালো বাংলাদেশ

ছবি: সংগৃহিত

শেষ ওভারে ভারতকে ৬ রানে হারালো বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান ও অভিষিক্ত তানজিম হাসান সাকিবের অলরাউন্ড নৈপুন্যে ভারতকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর-এ একমাত্র জয় পেলো বাংলাদেশ। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়ায় ওপেনার শুভমান গিলের সেঞ্চুরির পরও ২৫৯ রানে অলআউট হয় ভারত।

ভারতকে কার্যত লড়াইয়ে টিকিয়ে রাখেন শুভমান গিল। তবে তার বিদায়ও বাংলাদেশের জয়ের পথের বাধা দূর করতে পারেনি। এরপর অক্ষর প্যাটেল ও শার্দুল ঠাকুর চোখ রাঙাতে থাকেন। সেই চোখে চোখ রেখে লড়াইয়ের লাগাম পুরোপুরি নিজেদের করে নিয়েছেন মুস্তাফিজ-সাকিবরা। রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ।

১২ বলে ভারতের দরকার ছিল মাত্র ১৭ রান। ৪৮তম ওভারে আক্রমণে এসেই শার্দুলকে ফেরান মুস্তাফিজুর রহমান। এরপর অক্ষর প্যাটেল বাউন্ডারি মেরে আবারও পাল্টা হুমকি দেন। তবে মুস্তাফিজকে তুলে মারতে গিয়ে তানজিদ তামিমের তালুবন্দী হন প্যাটেল। 

এরপর শেষ ওভারে টাইগারদের প্রয়োজন ছিলো এক উইকেট, আর ভারতের সামনে সমীকরণ ৬ বলে ১২ রানের। আগেই দুই উইকেট নিয়ে অভিষেক রাঙানো তানজিম হাসান সাকিব প্রথম তিন বলই ডট দেন। এরপর মোহাম্মদ শামি একটি বাউন্ডারি হাঁকালে শেষ দুই বলে ভারতের জিততে দরকার হয় ৮ রান। আর বাংলাদেশের দরকার ছিলো ১ উইকেট। এর পরের বলে শামি দুই রানের জন্যে ব্যাট চালালে তানজিদের নিখুঁত থ্রোতে স্ট্যাম্প ভেঙে দেন উইকেট কিপার লিটন কুমার দাস। ফলে এক বল বাকি থাকতেই জিতে যায় বাংলাদেশ। 

প্রথমে ব্যাট করা বাংলাদেশের দেওয়া ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামেন রোহিত এবং শুভমান গিল। জুনিয়র সাকিবের হাতে বল তুলে দেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ক্যারিয়ারের দ্বিতীয় বলেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়ে উল্লাসে মাতেন জুনিয়র সাকিব। দলীয় তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে এসে আবারও ভারতের লাগাম টানেন জুনিয়র সাকিব। এবার সেট হওয়ার আগেই ফেরান তিলক ভার্মাকে। দারুণ জুটিতে দলকে যখন শুভমান ও রাহুল এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন শেখ মেহেদীর আঘাত। দলীয় ৭৪ রানে ৩৯ রান করা রাহুলকে ফেরান মেহেদী। এরপর জুটি বাঁধেন শুভমান ও ইশান কিশান। ৯৪ রানে ইশান ফিরলে ব্যাটিংয়ে নামেন সূর্যকুমার যাদব।

প্রথমে ব্যাটিংয়ে নেমে এদিনও শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৫৯ রান তুলতেই টাইগাররা হারিয়ে বসে ৪ উইকেট। একে একে ফিরে যান লিটন দাস, তানজিদ তামিম, এনামুল হক বিজয় এবং মেহেদী হাসান মিরাজ। তবে এরপর সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়ের শতরানের জুটিতে বড় সংগ্রহের পথেই যাচ্ছিল বাংলাদেশ। তবে ১৬০ রানের মাথায় সাকিব ফিরলে ভাঙে ১০১ রানের জুটি। ৮৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৮০ রান করে আউট হন বাংলাদেশ অধিনায়ক। দলের সঙ্গে আর ১ রান যোগ হতেই ব্যর্থতার ধারা অব্যাহত রেখে ফেরেন শামীম পাটোয়ারি। 

এরপর ভালোই এগোচ্ছিল হৃদয়-নাসুম জুটি। ১৯৩ রানে সপ্তম ব্যাটার হিসেবে হৃদয় (৫৪) ফিরলে অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয়। তবে সব শঙ্কা উড়িয়ে দেন নাসুম ও মেহেদী। ৪৫ রানের জুটি গড়েন তারা। তবে ২৩৮ রানের মাথায় নাসুম ফিরলে ভাঙে এ জুটি। ৬ চার ও ১ ছক্কায় ৪৫ বলে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন নাসুম।

স্কোর: বাংলাদেশ- ৫০ ওভার, ২৬৫/৮; সাকিব আল হাসান ৮০, তৌহিদ হৃদয় ৫৪, নাসুম আহমেদ ৪৪। উইকেট: শার্দুল ঠাকুর ৩/৬৫ (১০ ওভার), মোহাম্মদ শামি ২/৩২ (৮ ওভার)। ২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারত- ৪৯.৫ ওভারে ২৫৯/১০। শুভমান গিল ১২১, অক্ষর প্যাটেল ৪২। উইকেট: মুস্তাফিজুর রহমান ৩/৫০, তানজিব হাসান সাকিব ২/৩২।

প্লেয়ার অফ দ্য ম্যাচ: সাকিব আল হাসান

 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2