• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিশ্বকাপের জন্য আমরা খুব ভালো দল পেয়েছি: সাকিব

প্রকাশিত: ০১:১০, ১৬ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ০১:১১, ১৬ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
বিশ্বকাপের জন্য আমরা খুব ভালো দল পেয়েছি: সাকিব

ছবি: সংগৃহিত

এশিয়া কাপে সুপার ফোরের শ্বাসরুদ্ধকর ম্যাচে ম্যাচে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) শক্তিশালী ভারতকে ৬ রানে হারায় বাংলাদেশ। আর খেলা শেষে অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আমি মনে করি আমরা খুব ভালো দল পেয়েছি বিশ্বকাপের জন্য।

সাকিব বলেন, এশিয়া কাপের চলতি আসরের শুরু থেকে দলের সঙ্গে থেকেও যারা একাদশে সুযোগ পায়নি আমরা আজ তাদের সুযোগ করে দিয়েছি। আমরা আজ ভেবেছিলাম স্পিনাররা ভূমিকা পালন করবে, ভাগ্যক্রমে তারা তা করতে পেরেছে।

সাকিব আরও বলেন, এই এশিয়া কাপে আমি প্রত্যাশিত পারফর্ম করতে পারিনি। কিন্তু আজ রান করতে পেরে ভালো লাগছে। আমি আজ প্রথম বাউন্ডারি মারার পরই আত্মবিশ্বাস পেয়ে যাই। তারপর থেকে রান করতে আর সমস্যা হয়নি। 

সাকিব বলেন, মেহেদি যখন মাঠে নামে তখন বোলিং করা সহজ ছিল না। শেষ পর্যন্ত টানা পাঁচ ওভার বল করে সে। তানজিমকেও কৃতিত্ব দিতে হবে। সে দুর্দান্ত বোলিং করেছে। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2