বাংলাদেশের কাছে হেরে যা বললেন রোহিত শর্মা

ছবি: ফাইল ফটো
এশিয়া কাপে সুপার ফোর-এ বাংলাদেশের বিপক্ষে ২৬৫ রানের জবাবে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত হেরে যায় ৬ রানে। টুর্নামেন্টের ১৬তম আসরের ১২তম ম্যাচ ছিলো।
বাংলাদেশের বিপক্ষে হেরে ম্যাচ পরবর্তিতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমরা ফাইনাল ম্যাচের আগে বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে এমন কিছু খেলোয়াড়কে এই ম্যাচের একাদশে অন্তর্ভুক্ত করেছিলাম। আমরা দেখতে চেয়েছিলাম তাদের প্রতিভা। অক্ষর প্যাটেল অনেক ভালো ব্যাট করেছে। কিন্তু ইনিংসের শেষ পর্যন্ত খেলতে পারেনি।
রোহিত আরও বলেন, বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। তারা দুর্দান্ত বোলিং করেছে। শুভমান গিলও ভালো ব্যাটিং করেছে। তার সেঞ্চুরিটি দুর্দান্ত ছিল। সে জানে কিভাবে রান করতে হয়। দলের প্রয়োজনে সে গত এক বছরে দুর্দান্ত পারফর্ম করছে।
বিভি/এমআর
মন্তব্য করুন: