• NEWS PORTAL

  • সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সিরাজের গতিতে পথ হারিয়ে পঞ্চাশেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা

প্রকাশিত: ১৭:৫১, ১৭ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
সিরাজের গতিতে পথ হারিয়ে পঞ্চাশেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা

মোহাম্মদ সিরাজ একই নিয়েছেন ৬টি উইকেট।

এশিয়া কাপের ফাইনালে এ কোন চেহারা শ্রীলঙ্কার! পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে দেওয়া লঙ্কানদের আজ বিধ্বস্ত রূপ দেখা গেল। ক্রিজে নেমেই ধুকতে থাকা শ্রীলঙ্কা অলআউট হয়েছে ৫০ রানেই! ওয়ানডে ক্রিকেটে ৫০ ওভারের মধ্যে মাত্র ১৫.২ ওভার ব্যাটি করেছে শানাকার দল।

রবিবার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নির্ধারিত সময়ে টস হলেও বৃষ্টিতে খেলা শুরু হতে কিছুটা দেরি হয়। টসে জিতে ব্যাটিং করতে নেমে নাভিশ্বাস উঠেছে লঙ্কান ব্যাটারদের। 

১৫.২ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৫০ রান তুলেছে লঙ্কান ব্যাটাররা। মোহাম্মদ সিরাজ ৬টি, হার্দিক পান্ডিয়া ৩টি ও জাসপ্রিত বুমরাহ একটি উইকেট নিয়েছেন। লঙ্কান ব্যাটারদের মধ্যে কুশল মেন্ডিস ১৭ ও দুষ্মন্ত হেমন্ত ১৩ রান করেন। এছাড়া কেউই দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। শূন্য রানে আউট হয়েছেন ৫ জন। 

বৃষ্টি শুরু হলে অতি দ্রুত কভার দিয়ে মাঠ ঢেকে দেন প্রেমাদাসা স্টেডিয়ামের মাঠকর্মীরা।ফাইনালে একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে দুদল। মাহিশ থিকসানার চোটের কারণে লঙ্কান একাদশে সুযোগ পেয়েছেন দুশান হেমন্ত। আর অক্ষর প্যাটেলের বদলে ভারতের একাদশে এসেছেন ওয়াশিংটন সুন্দর।

শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, দুষ্মন্ত হেমন্থ ও মাথিশা পাথিরানা।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: