• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সমালোচনার মধ্যেই দুঃসংবাদ পেলেন সাকিব

প্রকাশিত: ১৮:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
সমালোচনার মধ্যেই দুঃসংবাদ পেলেন সাকিব

ফাইল ছবি

বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে গত ২৪ ঘণ্টায় বহু নাটকীয়তা প্রত্যক্ষ করেছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। দলের সেরা দুই ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মধ্যে দ্বন্দ্ব নিয়ে আলোচনা, সমালোচনা ও টানাপোড়েন। তামিমকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা এবং সাকিবের নেতৃত্বে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার বিষয়টি মাঠ ছাপিয়ে দর্শকের মনেও উত্তেজনা তৈরি করে রেখেছিল।

সূচি অনুযায়ী, ভারতে পৌঁছে টাইগাররা দুই দিন বিশ্রাম নেবেন। এরপর প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে।

কিন্তু বিশ্বকাপে নামার আগেই দুঃসংবাদ পেলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। বুধবার (২৮ সেপ্টেম্বর) আইসিসির সবশেষ হালনাগাদকৃত ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাংকিংয়ে একধাপ নিচে নেমে গেছেন তিনি। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকা এই তারকার ৫৯১ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান এখন ৩৬-এ।

তবে সাকিব দুঃসংবাদ পেলেও সুখবর পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। নিয়মিত পারফরম্যান্সে আইসিসির ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৭৪তম স্থানে উঠে এসেছেন তিনি। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৪৮৫। ঘরের মাঠে এই সিরিজে এক ম্যাচ খেলা মুশফিকুর রহিমের অবস্থান (২১ নম্বর) অপরিবর্তিত রয়েছে।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম এই তালিকায় শীর্ষে আছেন। এরপরই আছেন ভারতীয় তরুণ ওপেনার শুভমান গিল ও দক্ষিণ আফ্রিকার ভ্যান ডার ডুসেন।

আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এছাড়া, ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচ।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2